অনলাইন ডেস্ক :
ইতালিয়ান সিরি আ’তে গত শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও স্পেজিয়া। ঘরের মাঠে হেসেখেলেই জিতেছে ইন্টার। স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩৫তম মিনিটেই লিড নেয় ইন্টার। রোমেলু লুকাকুর পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগু। ৮২তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। এবার গোল করেন আর্জেন্টিানার আরেক তারকা জোয়াকুইন কোরেয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। এই জয়ের ফলে লিগের শীর্ষে উঠে গেছে ইন্টার। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে লাউৎসিও ও তোরিনো।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল