ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুটি জাহাজে আছে ৩৭ হাজার টন চাল।
বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৫ হাজার টন চাল এসেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসব চাল কেনা হয়েছে।
এর আগেও কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তবর্তীকালীন সরকার। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে এ বছর প্রায় দশ হাজার টন চাল কেনার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ১৪৭ কোটি টাকা, ৭ মাসে খরচ ৪৭ লাখ টাকা
ব্যাংকে ভর করে বাড়লো সূচক
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দ্য ওয়েস্টিন ঢাকায় বিশেষ আয়োজন