আর্থিক সংকটের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটিই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট।
বিদায়ী অর্থবছরের বাজেটের পরিমাণ ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার গত বাজেটের চেয়ে ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে দেশের সর্বোচ্চ বাজেট উপস্থাপন করার গৌরব অর্জন করেছেন আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে ৩ লাখ টাকা, তবে ব্যক্তিগত বার্ষিক আয় ৩৮ লাখ টাকা হলে ৩০ শতাংশ কর আরোপ করা হয়েছে। এছাড়া কারো কাছে একাধিক গাড়ি থাকলে সারচার্জ হিসেবে অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে বলে প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় বাজেটের জন্য বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আর্থিক বছর গণনা করা হয়। এ বছরের প্রস্তাবিত বাজেটটি দেশের ইতিহাসে ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদে ২৫তম।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন