দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবটিতে সমর্থন করেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, যেহেতু এই পদে মাত্র একজনের নাম প্রস্তাব করা হয়েছে, তাই শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করে স্পিকার শপথ নিতে সংসদে রাষ্ট্রপতির কক্ষে যান। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আবার অধিবেশন শুরু হয়।
ডেপুটি স্পিকার পদে আওয়ামী লীগের শামসুল হক টুকু পুনঃনির্বাচিত হয়েছেন।
তার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম এবং প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেন।
স্পিকার ড. শিরীন শারমিন বলেন, এ পদে মাত্র একজনের নাম প্রস্তাব করায় শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে