January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 7:51 pm

ধর্মগুরুর চরিত্রে ৯১৮ জনের খুনী হবেন ডিক্যাপ্রিও

অনলাইন ডেস্ক :

১৮ নভেম্বর, ১৯৭৮। গায়নার জঙ্গল বেষ্টিত এক প্রত্যন্ত এলাকা। নাম জোনস টাউন। আশপাশে কোনো জনপদ নাই। একটা স্টেজের সামনে বসে আছেন কালো চশমা পরিহিত একজন ধর্মগুরু নাম জিম জোনস। গায়ে কোর্ট টাই, প্যান্ট। একটা পাটাতনের ওপর সিরিয়াল ধরে আসছে ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের চোখ মুখে আতঙ্ক। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষরাও আসছে। তাদের চোখ-মুখে আতঙ্ক, বিষণ্ণতার ছাপ। কাঁদো কাঁদো মুখে এগিয়ে যাচ্ছে সবাই। তাদের শরীরে পুশ করা হচ্ছে সায়ানাইড। একজনের পর একজন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মোট লাশের সংখ্যা দাঁড়াল ৯১৮ জন। ৭০ জন ধর্মগুরু জিম জোনসের নির্দেশে স্বেচ্ছায় আত্মহত্যা করেন। ঘটনাটি শেষ শতকের সবচেয়ে বৃহত্তম ও নৃশংসতম গণ-আত্মহত্যার করুণ কাহিনী। এই কাহিনীর নায়ক পিপল’স টেম্পল ধর্মের প্রবক্তা জিম জোনস। তাকে একজন খুনী হিসেবেই দেখা হয়। রহস্যময় ও রোমাঞ্চকর চরিত্রের জিম জোনসকে নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। বিতর্কিত এ ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবির পরিচালকের নাম এখনো জানা যায়নি। তবে হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইন বলছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার সহপ্রযোজক হিসেবেও থাকবেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এদিকে নেটফ্লিক্সে অ্যাডাম ম্যাককের ‘ডোন্ট লুক আপ’-এ জেনিফার লরেন্সের বিপরীতে দেখা যাবে এ অভিনেতাকে। কিছুদিন আগে মার্টিন স্করসেসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিরও শুটিং শেষ করেছেন ডিক্যাপ্রিও। এ অভিনেতা অস্কারের জন্য মোট সাতবার মনোনীত হয়েছেন। অবশেষে ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ‘টাইটানিক’ খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও।।