নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারের নাম পরিবর্তন করে ‘নজরুল কর্ণার’ রাখা হয়েছে। পাশাপাশি শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বুলবুল শিশুপার্ক’।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে। ছাত্রদের হল ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রীদের হল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল’ থেকে পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে।
এছাড়া ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ’ এর নতুন নামকরণ করা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ এবং ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই বিপ্লব ২০২৪ স্কয়ার’।
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থীরা হল দুটির নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের নামে রাখার দাবি জানান। সেই দাবির ভিত্তিতেই হলগুলোর নতুন নামকরণ করা হয়, যেখানে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের নাম ব্যবহার করা হয়।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন