January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:33 pm

নতুন নায়কের খোঁজে জাজ মাল্টিমিডিয়া

নিজস্ব প্রতিবেদক:

দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১১ সালে আবদুল আজিজ কোম্পানীটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর অনেক হিট ও সুপারহিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া। তাদের হাত ধরে এসেছে অনেক নায়ক ও নায়িকা। প্রতিষ্ঠার পর ২০১২ সালের ৫ অক্টোবর তাদের প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায় ‘ভালোবাসার রঙ’। সে সিনেমা দিয়েই যাত্রা করেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। এরপর সিয়াম, পূজা, নুসরাত ফারিয়ারাও জাজের ব্যানারে চলচ্চিত্রে এসে সাফল্য পেয়েছেন। আবারও তারা নতুন মুখের সন্ধানে নেমেছে। খুঁজছে সিনেমার নায়ক। সোমবার জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘নতুন নায়ক খুঁজছে জাজ’ শিরোনামে একটি পোস্টে এমনটাই জানালো। জাজের কর্ণধার আবদুল আজিজও একই পোস্ট দিয়ে নায়ক সন্ধানের বিষয়টি জানিয়েছেন। সেখানে বলা হয়েছে যারা নায়ক হতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে যোগ্যতা হতে হবে ২৩-২৭ বছর বয়স ও উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৯ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা হতে হবে ডিগ্রী পাশ বা অধ্যায়নরত। দেখতে সুদর্শন ও অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। যারা আগ্রহী তারা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে মেইলের ঠিকানা পাবেন। সেখানে ১ কপি ফুল ছবি ও ১ কপি ক্লোজ ছবিসহ সিভি পাঠাতে হবে। ইমেইল পাঠানোর শেষ সময় ১৫ ডিসেম্বর।