January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:44 pm

নতুন পরিচয়ে অপূর্ব

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা হিসেবে অপূর্ব নিজেই এখন প্রতিষ্ঠান। এ পর্যায়ে এসে তিনি গড়লেন প্রযোজনা প্রতিষ্ঠান। নাম রেখেছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। ঘোষণা দিয়েই শেষ নয়, এরমধ্যে এই ব্যানারে নির্মাণ করলেন ‘শুধু তুমিময়’ শিরোনামে একটি নাটক। যোবায়েদ আহসানের রচনায় নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। নিজের প্রযোজিত প্রথম নাটকে জিয়াউল ফারুক অপূর্ব জুটি বেঁধেছেন সাবিলা নূরের সঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠান প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘টিভি নাটক দিয়ে শুরু করলাম। ভবিষ্যতে আরও বড় কিছু হবে বলে আশা করছি। দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা।’ আরও বলেন, ‘বিদেশের বেশিরভাগ অভিনেতারা নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত কাজ করে। আমিও সেভাবে ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি সবার সহযোগিতায় এ কাজটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো।’