January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 6:56 pm

নতুন লুকে হাজির শিল্পা শেট্টি!

অনলাইন ডেস্ক :

সাদা পোশাক, রক্তের ছোপ, মুখে ও শরীরে কাটা দাগ, চুল খোলা, হাতের বড় নখ- সব মিলিয়ে পেতœীর সাজে একেবারে চমকে দিয়েছেন বলিউড অভিনেতী শিল্পা শেট্টি। সেই ভিডিও পোস্ট করে শিল্পা শুভেচ্ছা জানিয়েছেন, ‘হ্যারি হ্যালোউইন…।’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে পোস্টটি। নেটিজেনরা তো কেউ কেউ বিশ্বাসই করতে রাজি নন ইনি শিল্পা শেট্টি। অনেকেই কমেন্টে তেমনই মন্তব্য করেছেন। এবারের হ্যালোউইন উপলক্ষে অনেকেই অদ্ভুতুড়ে সাজ সেজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন খুশি কাপুর, সোহা আলি খান ও কুণাল খেমুরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন শিল্পা শেট্টি। কারণ এই পেতœীর সাজে সেজে শিল্পা হয়েছেন নতুন বউ। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখে সত্যিই শিল্পাকে চেনা দায়। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় শিল্পা শেট্টি। বিভিন্ন অনুষ্ঠান-উৎসবে সেজে ছবি শেয়ার করেন তিনি। ছেলেমেয়ে ও স্বামীর সঙ্গেও ছবি পোস্ট করেন তিনি। তবে পর্ন মামলায় রাজ কুন্দ্রার নাম জড়ানোর পর থেকে শিল্পার পোস্টে এখনও রাজকে দেখা যায়নি। তিনি সম্ভবত সোশ্যাল দুনিয়া থেকে খানিক বিরতি নিয়েছেন। শিল্পা ও রাজের দুই ছেলেমেয়ে। আট বছরের ছেলে ভিয়ান ও এক বছরের মেয়ে শামিশা। সম্প্রতি ১৪ বছর পর আবার অভিনয় করেছেন শিল্পা। তাকে দেখা গিয়েছে ‘হঙ্গামা ২’-এ। এই কমেডি ড্রামা স্ট্রিমিং হয়েছে ডিজনি হটস্টারে। এখানে শিল্পার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি। এক আপাদমস্তক ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি। প্রতিনিয়ত তার যোগাভ্যাসের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জিমেও সময় কাটান বেশ কিছুটা। কিছুদিন আগে পর্যন্ত সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ বিচারকের আসনে ছিলেন শিল্পা। ফাইনাল এপিসোডে ‘নদীয়োঁ পার’ গানে নেচেছেন তিনি।