অনলাইন ডেস্ক :
হাজারো মানুষের অংশগ্রহণে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে।
বুধবারের (৭ আগস্ট) এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো জনসভা করছে বিএনপি।
এদিন দুপুর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই দলের শীর্ষ নেতাদের ছবি, ব্যানার, প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।
আরও পড়ুন
হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ১ হাজার ইয়াবা