January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 22nd, 2023, 6:58 pm

‘নয়াপল্টন কার্যালয় ভাঙচুর’: ডিবি প্রধান ও আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিএনপির

ফাইল ছবি

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) প্রধান হারুন অর রশীদ ও আরও নয়জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়।

রবিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর (সিএমএম) আদালতে এ অভিযোগ দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দিও রেকর্ড করেছেন বলে জানিয়েছেন নাজিমের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তবে মামলা গ্রহণের বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি বলে ওই আদালতের বেঞ্চ সহকারী আরমান হোসেন জানান।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪৭০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলা হয়েছে।

—-ইউএনবি