January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 8:09 pm

নাঈম-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

প্রথম ওয়ানডেতে ৮০ রানে গুটিয়ে গিয়ে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার রাতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে উইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয়রা ৯ উইকেটে ২৩৩ রান তুলতে সমর্থ হয়েছে। উইন্ডিজ ‘এ’ দলের জশুয়া দা সিলভা ৮০ বলে ৬৮ রান করেছেন। তেগনারায়ন চন্দ্রপল করেছেন ৩৮ রান। এ ছাড়া ব্রায়ান চার্লস ৩২ আর টেডি বিশপ ৩১ রান করেন। বাংলাদেশ ‘এ’দলের পক্ষে তিন উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম। রেজাউর রহমান রাজার শিকার দুই উইকেট। এর আগে, টস হেরে আগে ব্যাট করে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। ১১৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম শেখ। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ৫৮ বলে ৬২ রান করেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৪৭ বলে ২৪ রান। ক্যারীবিয় বোলারদের মধ্যে শেরমন লুইস ও ব্রায়ান চার্লস দুইটি করে উইকেট নিয়েছেন।