নাটোর শহরের দত্তপাড়া বিসিক এলাকায় ২টি ট্রাক এবং ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দিপু (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু যশোরের বড় হয়বতপুর গ্রামের বাসিন্দা।
আহত রাজিয়া (৪০), জাহানারা (৫০) ও আব্দুল্লাহর (২৫) সবাই জেলা সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের বাসিন্দা। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানান ফায়ার সার্ভিসের লিডার শাহাদৎ হোসেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন, সকালে দত্তপাড়া ব্রিজ এলাকায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ট্রাক চালক দিপুর মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার