নাটোরের বড়াইগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।শনিবার (৬ জানুয়ারি) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে এক ট্রাকের চালক শাহীনুর রহমান (২৮) ও হেলপার জসিম উদ্দিন (২২) নিহত হন। নিহত দুজনেই ঝিনাইদহ জেলার শৈলকুপার বাসিন্দা।
নাটোরের ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের কাছে কুষ্টিয়া থেকে নাটোরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এক ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন