January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 24th, 2023, 8:08 pm

নাম বিভ্রাটে চিত্রনায়িকা চমক তারা

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা চমক তারা নাম বিভ্রাটে পড়েছেন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অপেশাদারিত্ব; উশৃঙ্খলা ও শুটিং ইউনিটের পরিবেশ নষ্ট করার অভিযোগ ডিরেক্টর গিল্ড তাকে আগামী তিন মাসের জন্য মিডিয়ায় কোনো কাজে অংশ না নেয়ার সিদ্ধান্তের ফলে অনেকেই মনে করছেন চমক তারার নামে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই অনেক পরিচালক, অভিনয় শিল্পী ও শুভানুধ্যায়ীরা চমক তারাকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন। এতে চিত্রনায়িকা চমক তারা বিব্রত বোধ করছেন। পরিচালক আবিদ হাসানের অভিযোগের ভিত্তিতে রুকাইয়া জাহান চমকে ডিরেক্টর গিল্ড আগামী ১ সেপ্টেম্বর থেকে আগামী তিন মাসের জন্য মিডিয়া থেকে বহিষ্কার করায় রুকাইয়া জাহান চমক মনগড়া গল্প বানিয়ে সিনিয়র শিল্পীদের মানহানি করছেন বলে জানিয়েছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা।

অথচ সংশ্লিষ্টরা বিষয় সম্পর্কে না জেনেই চমকতারাকে নানা প্রশ্ন করছেন। চিত্র নায়িকা চমক তারা বলেন, আমার পেশাদারিত্ব, সিনিয়রদের প্রতি আমার সম্মান সম্পর্কে সবাই অবগত আছেন। শুধু নামের মিলের কারণে এ ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি কেন অন্যের দায় বহন করবো? আমার সম্পর্কে ইন্ডাস্ট্রির সবার ভালো ধারনা রয়েছে। নামের সাথে মিল থাকলেই একজন আরেকজনের দায় বহন করতে পারবে না। এতে আমি বিব্রত এবং মনকষ্ট ভোগ করছি। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয় শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান প্রায় হয়ে গেছে।

কিন্তু হঠাৎই কারো মতামত না নিয়ে ডিরেক্টর গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় যা অনুচিত। কারণ আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারেনা।