নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওই মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন স্থানীয় জনগণ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় কয়েকজন পুলিশ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি স্কুলছাত্রদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক স্কুলছাত্র আহত হয়। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ সদস্য অটোরিকশার চালককে দোষারোপ করার চেষ্টা করলে পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয় এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত স্কুলছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন