নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কাছে ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে আনন্দ পরিবহনের একটি বাস ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক মিটার দূরে টেনে নিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান ওসি।
এদিকে, হুমায়ুন নামে স্থানীয় এক দোকানি জানিয়েছেন, রেল ক্রসিংয়ের পাশে ভ্রাম্যমাণ দোকান থাকায় রেল গেট নামানো যায় না।
–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন