January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 7:24 pm

নাসিরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছেন ইলিয়াস

অনলাইন ডেস্ক :

গায়ক ইলিয়াসের সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার নাসিরের প্রাক্তন প্রেমিকা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা বেশ কিছু দিন ধরে এই গুঞ্জন উড়ছিল শোবিজ অঙ্গনে। যদিও ইলিয়াস বলেছিলেন, ‘তারা ভালো বন্ধু।’ এদিকে বৃহস্পতিবার বিকালে সুবাহ তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তা নিয়ে শুরু হয় এই যুগলের বিয়ের গুঞ্জন। সব গুঞ্জন উড়িয়ে গায়ক ইলিয়াস জানালেন চিত্রনায়িকা সুবাহকে বিয়ে করেছেন তিনি। ইলিয়াস বলেন ‘গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। আমাদের প্রেমের সম্পর্ক ছিল, অবশেষে তা পরিণয় পেলো।’ নবদম্পতি ইলিয়াস-সুবাহ নগরীর বনানীতে সংসার পেতেছেন। তবে ইলিয়াস দ্বিতীয় স্ত্রী কারিনকে ডিভোর্স দিয়েছেন কি না তা এখনো জানা যায়নি। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন। নবাগত চিত্রনায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। বর্তমানে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুবাহ। অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।