অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে নয়জন শিশুসহ অন্তত ১৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। গত তিন দশকের মধ্যে ভবনে আগুন লাগার এই ঘটনাকে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, দমকলকর্মীরা প্রতিটি ফ্লোরে আহতদের খুঁজে পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই কার্ডিয়াক এবং রেসপিরেটরি অ্যারেস্টে রয়েছেন। ধোঁয়ার কারণে কেউ কেউ নিরাপদ জায়গায় যেতে পারেননি বলে জানান তিনি।
তিনি জানান, ১৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ১৯ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন