জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
ডামুড্যা উপজেলায় ইসলামপুর ইউনিয়নের পূর্ব এড়িকাটি মৃত হযরত আলী হাওলাদারের ছেলে ফজলুল হক হাওলাদার (৬৫) নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে প্রতিপক্ষের হামলার স্কীকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ই নভেম্বর বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় ফজলুল হক হাওলাদার তার বাড়ীর পাশের জমিতে বিভিন্ন ফল ও সবজি গাছ লাগাতে শুরু করিলে প্রতিপক্ষ সিরাজ চৌকিদারের হুকুমে ১। ইমরান (৩০), ২। সায়েদুর চৌকিদার (২৮), ৩। এবাদুল চৌকিদার (২৫) সর্ব পিতাঃ সিরাজ চৌকিদার এবং তার স্ত্রী নিলুফা বেগম ফজলুল হক হাওলাদারকে মারধর করে।
স্থানীয়রা ফজলুল হককে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করেন। প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা সিরাজ চৌকিদার এর বাসায় জিজ্ঞাসাবাদের জন্য গেলে তার ছেলেদের খোজ মিলেনি এবং মুঠোফোনে তাদের সাথে কথা বলতে চাইলেও কথা বলতে রাজি হননি। এমনকি সিরাজ চৌকিদারের নামে আশেপাশের মানুষের অনেক অভিযোগ আছে। মৃত হাফেজ নাছির উদ্দিনের স্ত্রী সামছুন নাহার বলেন আমাকেও অনকেবার মেরে আমার ডান হাত ভেঙ্গে ফেলছে এবং আমার স্বামী না থাকায় আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করে আসছে। এই বিষয়ে ডামুড্যা থানার একটি সাধারষ ডায়েরী করা হয়েছে। উক্ত অভিযোগ খানা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ডামুড্যা থানার এসআই মোঃ আঃ আলিম।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২