নিজস্ব প্রতিবেদক:
দিনভর নাটকীয়তা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে আসেনি দুর্বার রাজশাহী। যখন এলো তখন আবার নেই বিদেশি ক্রিকেটাররা। কারণ পারিশ্রমিক জটিলতা। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে দুর্বার রাজশাহী খেলতে নেমেছিল সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে গঠিত এক একাদশের সাহায্যে।
যদিও বিপিএলের নিয়ম অন্তত দুজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে শুরুর একাদশে। সেই নিয়মটা পালন করেনি রাজশাহী। কিংবা বলা যেতে পারে, নিয়ম পালন করতে পারেনি তারা। রাজশাহী অবশ্য তাতে ভড়কায়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে ঠিকই ২ রানের শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচ শেষে রংপুর রাইডার্স কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে জানতে চাওয়া হলো প্রতিপক্ষের এমন বিশেষ নিয়ম নিয়ে। প্রতিক্রিয়ায় অবশ্য বেশ স্বাভাবিক ছিলেন তিনি।
আশরাফুলের ভাষ্য, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল। যারা খেলেছে তারাই, লোকালরা যারা বসে থাকেন তারাই ভালো প্লেয়ার আমার মনে হয়। এবার দেখেন অতটা কোয়ালিটি বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’
শুরুতে দারুণ বোলিং করা রংপুর খেই হারিয়েছিল শেষ ভাগে গিয়ে। এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল ১০০ এর মধ্যে রাখা। যখন ৭০/৭ বা ৮ ছিল। সানজামুল (ইসলাম) ভালো করেছেন শেষ দিকে। আমাদের বোলাররাও আসলে যে জায়গায় বল করা উচিত ছিল সেখানে করতে পারেনি। রানা ব্যাক অব লেন্থে করেছেন। ওর যে পেস, যদি একটা ইয়র্কার, একটা ব্যাক অব লেন্থে ট্রাই করত তাহলে অন্যকিছু হতে পারত।’
ক্রিকেটারদের বেতন ইস্যুতে দেশের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনিও জানালেন এমন বিষয়টা হতাশার, ‘১১তম আসরে এসে (এমন কিছু) অবশ্যই হতাশাজনক আইপিএল ১৭তম মনে হয় চলছে। গত ২০২৩ বিশ্বকাপে গিয়ে দেখেছি আইপিএলের কারণে প্রতি ভারত স্টেটে স্টেডিয়াম তৈরি করেছে। আমরা একই জায়গায় প্রতিবার টুর্নামেন্ট করি, আগের দিন হেলমেট আসে। আশা করি পরের বার তারা সচেতন হবে।’
এরপরেই গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে আশরাফুল বললেন, ‘মিডিয়াকে বলব, আপনারা এই নিউজগুলা একটু কম করলে ভালো হয়। জানি আপনাদের নিউজের কারণে অনেকে পেমেন্ট পায়, তবে আমার মনে হয় এগুলা না করলেই ভালো।’
আরও পড়ুন
নিজের জীবন বাজি রেখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি