January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 9:31 pm

নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না: আনিসুর রহমান

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করেই আগামী সাধারণ নির্বাচনে সকল প্রতিযোগীদের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সর্বাত্মক কাজ করবে।

রবিবার ইসি ভবনে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি সব দলের রেফারি হব। ’

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা বিষয়টি দেখব এবং কীভাবে তা করা যায় সেদিকে আরও মনোযোগ দেব। সবাই যদি তা না পায়, তাহলে ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে।’

তিনি জানান, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সব দলকে নির্বাচনে আনা।

তিনি বলেন, ‘আমরা সফল হব কি না জানি না। তবে শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে।’

তিনি আরও বলেন, প্রতিটি দলকে মাঠে নামতে হবে।

আনিসুর রহমান বলেন, ‘মাঠে না থাকলে খেলা হবে না। মাঠে না এলে কেউ বলতে পারবে না পরিবেশ নেই।’

তিনি বলেন, ‘আমি মনে করি না সেটা হবে। এখনও ১৩ মাস বাকি। রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। পরিবর্তন আসতে পারে দেশ ও বিশ্বে।’

অপর এক প্রশ্নের জবাবে আনিসুর বলেন, বিএনপি নির্বাচনে আসবে না বলে তিনি মনে করেন না।

—-ইউএনবি