অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটজ বিভাগে সাফল্য পেয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু। মনন রেজা নীড় ও ওয়ার্সিয়া খুশবু দুজনই জিতেছেন রুপার পদক। বাংলাদেশ থেকে যাওয়ার আগে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ফিদে মাস্টার মনন রেজা নীড়। এবার সাফল্য পেলেন শ্রীলঙ্কায়। নীড় খেলেছেন অনূর্ধ্ব-১৮ উন্মুক্ত গ্রুপে।
সেখানে ৯ রাউন্ডের খেলা শেষে নীড়ের সংগ্রহ সাড়ে ৬ পয়েন্ট। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে কিরগিজস্থানের দাবাড়ু ইরজাহান ঝাকলিশকভ জিতেছেন সোনা। অন্য দিকে, একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১২ বিভাগে রুপা জিতেছেন ওয়ার্শিয়া খুশবু। এর আগে র্যাপিড দাবায় ব্রোঞ্জ জিতেছিলেন এই উদীয়মান দাবাড়ু।

আরও পড়ুন
ভারতে বিশ্বকাপ খেলার অনুরোধ আইসিসির, নিরাপত্তা শঙ্কায় প্রত্যাখ্যান বিসিবির
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন