নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে চার শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বউবাজার এলাকায় রেললাইনের পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারী সরকারি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, নীলফামারী থেকে রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন