অনলাইন ডেস্ক :
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২০ বছর। আর শিরোপা জেতা হয়নি তাদের। সম্পন্ন হয়নি হেক্সা মিশন। ২০২৬ সালেও তারা সেই মিশন নিয়ে মাঠে নামবে। তার আগে ব্রাজিলের বর্তমান তারকা ফুটবলার রদ্রিগো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল দলে নেইমারকে প্রয়োজন। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ব্রাজিল তারকা নেইমার। যে কারণে কোপা আমেরিকা খেলতে পারেননি তিনি।
সম্প্রতি ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করলেও সৌদি ক্লাব আল হিলালের ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি। বলা হচ্ছে, আগামী নভেম্বরের আগে হয়তো তার আর মাঠে নামা হবে না। নেইমারের যখন এমন অবস্থা, তখন তার ওপর অগাধ আস্থা দেখালেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। তার মতে, ২০২৬ বিশ্বকাপে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে অবশ্যই নেইমারকে প্রয়োজন রয়েছে।
গত শুক্রবার ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামে। যেখানে রদ্রিগোর একমাত্র গোলে ব্রাজিল ১-০ ব্যবধানে জয়লাভ করে। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে হার থেকে বের হয়ে আসে সেলেসাওরা। ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো দাবি করেন, এখনও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। তিনি বলেন, ‘নেইমার আমাদের স্টার। আমাদের সেরা খেলোয়াড়। যে কেউ দেখতে পারে যে, কত পরিমাণে তিনি মিস করেছেন। এই সময়ের মধ্যে তার স্বাস্থ্য বেড়ে গেছে। আমরা যেমনটা তাকে দেখতে চাই, সে জায়গায় আসতে তার আর খুব বেশি সময় লাগবে না। রিকভারির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। আমরা চাই, তিনি যতদ্রুত সম্ভব ফিরে আসুক আমাদের দলে।’
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি