অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে আলোচনায় থাকেন অনন্যা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাকে নিয়ে নানা রকম বিদ্রুপ হয়। এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমাখ্যাত এই নায়িকা বলেন, ‘সব সময় বিদ্রুপের শিকার হওয়ার বিষয়টি আমার মধ্যে থেকে সহজে যাবে বলে মনে করি না। মাঝে মাঝে এটি সত্যিই আমার ওপর খারাপ প্রভাব ফেলে। আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য দেখলে খুবই খারাপ লাগে। তবে একসময় সেটি কাটিয়ে উঠে নিজেকে শক্ত করি। মনে মনে ভাবি, এটির মোকাবিলা করতে পারব। অভিনেত্রী হিসেবে নিজেকে আরো উন্নত করার দিকে মনোযোগী হই এবং আমাকে নিয়ে মানুষকে কোনো প্রকার সংশয় রাখতে দিবো না বলে চিন্তা করি।’ এর আগে মেয়েকে নিয়ে বিদ্রুপ প্রসঙ্গে চাংকি পান্ডে বলেন, ‘অবশ্যই এটি দুঃখের বিষয়। যখন আমি সিনেমা জগতে এলাম বলা হয়েছিল, কারো সুপারিশে সিনেমা পেয়েছি। আমার মনে আছে, ওই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এগুলো মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। এটি নিয়ে বিতর্কে জড়ানোর প্রয়োজন মনে করি না।’ অনন্যার পরবর্তী সিনেমা ‘লাইগার’। এতে বিজয় দেবরকোন্ডার সঙ্গে দেখা যাবে তাকে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির ও তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটি মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত