অনলাইন ডেস্ক :
প্রথমবার এশিয়ান গেমস ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুটো ম্যাচে তাদের অভিজ্ঞতা সুখকর হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জাপানের কাছে ৮-০ ও ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে আগামীকাল বৃহস্পতিবার শেষ ম্যাচটি ১০১ নম্বর র্যাঙ্কিংধারী নেপালের বিপক্ষে জয় দিয়ে রাঙানোর লক্ষ্য সাবিনা-সানজিদাদের। চীনের ওয়েংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচ, যা বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই।
হেড কোচ সাইফুল বারী টিটু আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘যে নেপালকে হারিয়ে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা, তাদের বিপক্ষে কাল জিতে ভালোভাবে গেমস শেষ করতে চাই।’ বাংলাদেশের মতো নেপালও নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল গত জুলাইতে ঢাকায়। দুটি ম্যাচ ড্র হয়েছিল। সিরিজ নির্ধারণে শেষ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, হেরে যায় লাল সবুজ দল। বৃহস্পতিবার জিতেই দেশে ফেরার পণ র্যাঙ্কিংয়ের ১৪২ নম্বরে থাকা বাংলাদেশ।
এদিকে গেমসের শুটিংয়ে পঞ্চম দিন ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে ১৩ দেশের মধ্যে ১২তম হয়েছে বাংলাদেশ। দলগতভাবে স্কোর ১৬৬৯। কামরুন নাহার কলি ৫৬৭ স্কোর করে হয়েছেন ৩৯তম। শায়রা আরেফিন ৫৬০ স্কোর করে ৪৩তম ও নুসরাত জাহান শামসি ৫৪২ স্কোর করে ৪৪তম। এই ইভেন্টে দলগতভাবে চীন স্বর্ণ, ভারত রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ জিতেছে।
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন