অনলাইন ডেস্ক :
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘যন্ত্রণা’ নামের ছবির শুটিংয়ে মুন্সিগঞ্জ গিয়েছিলেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এর কিছুদিন পর করোনার লকডাউনে পড়েন সবাই। সেটা শেষ হলেই সেপ্টেম্বরে আরও একটি নতুন ছবিতে ফেরেন বাপ্পি ও মিতু। শুটিং শুরু করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ নামের চলচ্চিত্রের। এর দু’মাস না পেরুতেই নতুন খবর দিলেন নায়ক বাপ্পি। জানালেন, আবারও তারা জুটি হিসেবে আসছেন। নতুন ছবির নাম ‘কুস্তিগীর’। এটি পরিচালনা করছেন শাহীন সুমন। এর মাধ্যমে আট বছর পর এই নির্মাতার ছবিতে যুক্ত হলেন তিনি। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়েই পর্দায় অভিষেক ঘটে বাপ্পির। এরপর একই নির্মাতার ‘অন্যরকম ভালবাসা’ ও ‘জটিল প্রেম’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। এই চিত্রনায়ক বলেন, ‘শাহীন সুমন ভাইয়ের সিনেমা দিয়ে আমার চলচ্চিত্র যাত্রা শুরু। গুণী এ নির্মাতার সঙ্গে জুটি হয়ে পরপর তিনটি সিনেমায় কাজ করি। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি- এটা আমার জন্য বিশেষ কিছু। শাহীন ভাই আমার জন্য সবসময়ই লাকি চ্যাম্প। আশা করি, এবারও ভালো কিছু হবে।’ শনিবার ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পি আমেরিকায় থাকায় আপাতত চুক্তি স্বাক্ষর হয়নি। জানা যায়, আগামী ২২ ডিসেম্বর থেকে ছবিটির কাজ শুরু হবে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত