পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বানিজ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (২৯ জুলাই) দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (৩০ জুলাই) সকাল থেকে পুনরায় সচল হবে আমদানি-রপ্তানি বাণিজ্যি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আজ শনিবার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার করছেন স্বাভাবিকভাবে। সকাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০০ যাত্রী পারাপার হয়েছেন।
—-ইউএনবি

আরও পড়ুন
আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল
নির্বাচন করবেন আসিফ মাহমুদ, পদত্যাগের ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে
সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার