রাজধানীর পল্টনে একটি রেস্টুরেন্টে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্দিক বাজারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শাজাহান শিকদার বলেন, বিজয়নগরের হোটেল ৭১-এর পার্শ্ববর্তী দোতলা একটি রেস্টুরেন্ট থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২