December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 10th, 2024, 6:20 pm

পাকিস্তানের সিরিজ জয়ের পর পিটারসেন, `এ কারণেই হাউকাউ বন্ধ করতে হবে’

খেলা ডেস্ক
বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে পাকিস্তান ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পর দেশটির ক্রিকেট মহলে প্রায় ‘জাত গেল, জাত গেল’ বলে রব উঠেছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে হারার পর সেই রব উঠল চরমে। ইংল্যান্ডকে পরের দুই টেস্টে হারিয়ে সিরিজ জয়ের পর অনেকটাই স্বস্তি ফেরে পাকিস্তান দলে। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানরা প্রশংসায় ভাসতে শুরু করেন তখন থেকেই।

এবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারানোর পর রিজওয়ান-হারিস রউফদের যেন মাথায় নিয়েই নাচতে চাইছে দেশটির ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে প্রশংসার ফুলঝুরি ছোটাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এই প্রশংসা বৃষ্টির মধ্যেই পাকিস্তানের ক্রিকেট মহলকে একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন—নেতিবাচক হইচই না করে প্রতিভাবান এই সব খেলোয়াড়দের ভালো কিছু করার সুযোগ করে দাও!

পার্থে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এক্সে পিটারসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় জিতেছে পাকিস্তান। এ কারণেই তাদের সমস্ত নেতিবাচক হাউকাউ বন্ধ করতে হবে এবং প্রতিভাবান (খেলোয়াড়দের) তাদের স্কিল দেখানোর সুযোগ করে দিতে হবে।’ পিটারসেন এরপর ক্রিকেট নিয়ে রাজনীতি করাদের আরেকটা খোঁচা দিলেন এভাবে, ‘রাজনীতি পাশে সরিয়ে রাখুন এবং ক্রিকেটকে কথা বলতে দিন।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রিজওয়ানদের প্রশংসা করে এক্সে লিখেছেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান…ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো বড় এক অর্জন। এই দেখে এবং এই সিরিজে ধারাভাষ্য দিতে পেরে আমি গর্ব অনুভব করছি।’ আকরাম এরপর যোগ করেন, ‘এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক রিজওয়ান, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের অনেক আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি অনেকটাই বাড়াবে।’

এমনিতে পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু এই জয়ে আন্দোলিত পাকিস্তানের সাবেক এই অধিনায়কও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। দারুণ করেছ ছেলেরা। তোমাদের নিয়ে গর্বিত।’