অনলাইন ডেস্ক :
শুক্রবার পাপুয়া নিউগিনির প্রত্যন্ত এলাকায় ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়।
এবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।
সেখানকার বাসিন্দারা বলছেন, বর্তমানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ এই সংখ্যাটি নিশ্চিত করেনি।
গ্রামবাসীরা বলছেন, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাটিচাপা মরদেহগুলো বের করে আনছেন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন