অনলাইন ডেস্ক :
বছর বয়স হয়ে গেছে। ফর্মও হারিয়ে ফেলেছেন। ব্যাটিংয়ে সেই আগের মতো আগ্রাসন নেই। রানও পাচ্ছেন না। ফলে তাকে ঘিরে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদা কমছে। একসময় ক্রিস গেইল ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ ভাবাই যেত না। সেই গেইল এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো দলই পেলেন না! এছাড়াও আরও কয়েকজন তারকা ক্রিকেটার দল পাননি। গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিশব্দ হয়ে গেছেন ক্রিস গেইল। এই ফরম্যাটের অবিসংবাদিত ‘ইউনিভার্স বস’। সর্বোচ্চ রান, ছক্কা ও সেঞ্চুরির মালিক তিনি। ক্রিকেটের রিয়েল এন্টারটেইনার। কিন্তু সবকিছুরই একটা শেষ থাকে। গেইলেরও দাপট শেষের পথে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ক্রিকেটকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। এখন নিজ দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছে তার। ক্যারিবীয় বোর্ড এই আয়োজন না করলে হয়তো বিশ্বকাপই গেইলের শেষ আসর। রোববার অনুষ্ঠিত হয় পিএসএলের প্লেয়ার ড্রাফট। সেখানে কোনো দলই গেইলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। গেইল ছাড়াও পিএসএলে দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার তাবরাইজ শামসি, ব্যাটার ডেভিড মিলার, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার। রাগ করে কামরান আকমল পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, আগামী জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা। ওই আসরে ক্রিস গেইলের দল পাওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর