January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:46 pm

পিএসজি’র সঙ্গে রামোসের চুক্তি বাতিল হতে পারে

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। কিন্তু ইনজুরির কারণে নতুন দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি তার। ইনজুরি নিয়েই পিএসজিতে এসেছিলেন রামোস। ফ্রান্সের প্রথম সারির গণমাধ্যম ‘লা প্যারিসিয়ান’ জানিয়েছে, রামোসের উপর বেশ বিরক্ত পিএসজি বোর্ড। কেননা এতদিন হয়ে যাওয়ার পরও তার সার্ভিস পাচ্ছেনা ক্লাবটি। সেজন্য রামোসের সঙ্গে তারা যে চুক্তি করেছে সেটা বাতিল করতে পারে। পিএসজি রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। এই চুক্তিতে তিনি পিএসজিতে থাকবেন ২০২৩ সাল পর্যন্ত।পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কিছুদিন আগে অবশ্য জানিয়েছিলেন, ‘আমরা জানি রামোসের ইনজুরি সমস্যা রয়েছে। তাকে যখন সাইন করাই তখনই আমরা বিষয়টি জানতাম। আমরা জানি কি হচ্ছে এখানে।’ সূত্র: মার্কা