পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বগুড়াসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষনা দিয়েছ।
পিজিসিএল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক-আপের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকা বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা।
এদিকে, ৩দিন গ্যাস বন্ধের খবরে গ্রাহকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিল্প, বাণিজ্যিকসহ আবাসিক গ্রাহকরা বেশি আতঙ্কিত। এতে কল-কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হবে তেমনি আবাসিক গ্রাহকরা ৩ দিন রান্না নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও