জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উচ্ছেদে ক্ষতিগ্রস্থরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার সকাল ১০ টায় উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্থ পরিবার কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়ায় এর আয়োজন করেন। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে ৬ শত পরিবারের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রন করে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের আভিযোগ হঠাৎ করে কোন প্রকার নোটিশ ছাড়া তাদের উচ্ছেদ করা হয়েছে। এর ফলে তাদের বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই তাদের দাবি দ্রুত পুনর্বাসন করা হোক।
উল্লেখ্য, গত শনিবার ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পুর্বদিকে প্রায় ৬ শত পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী