অনলাইন ডেস্ক :
পুয়ের্তো রিকো উপকূলে বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় ১১ জন নিহত এবং ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
টুইটবার্তায় কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মীরা ৩১ জনকে জীবিত এবং ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। জীবত উদ্ধার কৃতদের মধ্যে ১১ জন নারী ও ২০ জন পুরুষ।
নৌকায় থাকা অধিকাংশ মানুষ হাইতি থেকে এসেছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, পুয়ের্তো রিকোর ডেসেচিও দ্বীপের প্রায় ১২ মাইল (১৯ কিলোমিটার) উত্তরে ডুবে যাওয়া নৌকাটি ‘অবৈধ অভিবাসী যাত্রা’-তে অংশ নিয়েছিল বলে সন্দেহ করা হয়।
পুয়ের্তো রিকো একটি ক্যারিবীয় দ্বীপ।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস