অনলাইন ডেস্ক :
ভারতের টেলিসিনে পুরস্কার পেয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বর্তমানে ভারতের কলকাতায় আছেন। মিম বলেন,’ডেফিনেটলি ভালো লাগছে। পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার। তিনি আরও বলেন, ‘পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।’ ‘টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার। আমি, আফজাল হোসেন ভাই, চঞ্চল দাসহ বেশ কজন এসেছি। পুরস্কার পাওয়ার পর দুই দেশের শিল্পীরাও প্রশংসা করছেন। এটা আমাকে মুগ্ধ করেছে।’ মিম আরও বলেন, ‘পরাণ আমাকে অনেক কিছু দিয়েছে। পরাণ যেখানেই চলেছে দর্শকরা লুফে নিয়েছে।
আমার কাছে পরাণ একটি ভালোবাসার সিনেমা। সেই সিনেমার জন্য সম্মান যুক্ত হলো ক্যারিয়ারে, এটা মনে থাকবে অনেকদিন। যারা আমাকে পুরস্কার দিলেন, সম্মানিত করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই সবার ভালোবাসা নিয়ে অভিনয় করে যেতে চাই। এ ছাড়া পরাণ সিনেমার পুরো টিমের জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ মিম অভিনীত নতুন সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। দীপংকর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায় মিমকে দেখা যাবে নতুনভাবে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। ইতোমধ্যে পোস্টার রিলিজ পেয়েছে এবং একাধিক মহাদেশে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। মিম বলেন, ‘অন্তর্জাল সিনেমায় নতুন আমাকে দেখা যাবে। এই সিনেমার গল্প সবার ভালো লাগবে।’ অন্যদিকে ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা কলকাতায় নতুন সিনেমা করেছেন। সেই সিনেমায় তার বিপরীতে আছেন জিৎ। চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা মিম প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি মুক্তির প্রতীক্ষায় আছে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত