January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 8:24 pm

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে মুনিরা মিঠু

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র সাংবাদিক ও সহকারী পরিচালক মাজহার বাবু প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ঠোকর’ নামের এই সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর। সঙ্গে থাকছেন মানসী প্রকৃতি। এবার এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মুনিরা মিঠু। সম্প্রতি তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ বিষয়ে পরিচালক মাজহার বাবু বলেন, ‘আমার সিনেমার একটি বিশেষ চরিত্রের জন্য মুনিরা মিঠু আপাকে কাস্ট করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শক ওনার চরিত্রটি বেশ পছন্দ করবে। ’ পরিচালক আরও বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।’