জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানা নেজাম মামার খানকা শরীফের কাছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাতে গার্মেন্টস থেকে কাজ করে বাসায় ফেরার পথে আল আমিন ওই পোশাক শ্রমিককে জোর করে ধর্ষণ করে। ভুক্তভোগীর বড় বোন থানায় অভিযোগ করলে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন