অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবীর ছবি ‘গডফাদার’-এ অভিনেত্রীকে দেখা যাবে ‘সাথিয়াপ্রিয়া জয়দেব’ চরিত্রে। এই চরিত্রের ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টুইটারে নয়নতারার ‘সাথিয়াপ্রিয়া’ চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ট্র্যাডিশনাল সুতি চেক শাড়িতে সাদামাটা লুকে দেখা গেছে নয়নতারাকে। কপালে টিপ। কাজ করছেন টাইপরাইটারে। সাধারণেও যেন অসাধারণ অভিনেত্রী। ‘গডফাদার’ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। অবশ্য ছবিটিকে ঘিরে আগ্রহের কারণও আছে। এই ছবিতে চিরঞ্জীবী, নয়নতারা ছাড়াও দেখা যাবে সালমান খানকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে পা রেখেছেন সালমান। মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেক ‘গডফাদার’। পরিচালনা করেছেন জয়ম মোহন রাজা। এই রাজনৈতিক থ্রিলারটি মুক্তি পাবে ৫ অক্টোবর।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব