আব্দুর রহমান মিন্টু, রংপুর:
রংপুর ব্যুরো: রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয় ।গতকাল মঙ্গলবার সকালে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে কমিউনিটি চক্ষু হাসপাতাল, মডার্ণ মোড় এর উদ্দ্যোগে সাইটসেভার্স এর অর্থায়ন এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনকু¬িসভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের বণার্ঢ্য র্যালি শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো:আব্দুল মান্নান। বিভাগীয় সমাজসেবা বিভাগের পরিচালক মোছা:জিলুফা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা:মোস্তফা জামান চৌধুরী, জেলা পুলিশ সুপার মো:শরীফ উদ্দিন। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম।
রংপুরের ৮টি উপজেলার ১২ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।

আরও পড়ুন
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ