January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:58 pm

প্রতিষ্ঠা বার্ষিকী: হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্টে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম বিএসএফের ১৮০-কোম্পানি কমান্ডার এসি সীমা সিংহের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ‘জয়পুরহাট-২০ বিজিবি’র ব্যাটালিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি। বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে এ ধরনের শুভেচ্ছা বিনিময় আমরা করে থাকি,এতে সীমান্তে দায়িত্ব পালনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় থাকে।

এই সময় সেখানে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

—ইউএনবি