অনলাইন ডেস্ক :
স্ক্রিনে দেখা যাবে নয়া কেমিস্ট্রি! প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এবিএম সুমন ও পরীমনি। তাদের নিয়ে নিরেট রোমান্টিক গল্প বানাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে সুমন-পরীমনির এই কনটেন্টটির নাম ‘বুকিং’। যা বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। নির্মাতা জানান, এটি হবে ফিল গুড লাভ স্টোরি। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’।
বঙ্গের চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন নিয়ে আসে। তারই একটি প্রয়াস হচ্ছে লাভ স্টোরিস। আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের উপহার দিতে ‘লাভ স্টোরিস’ সিরিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকটি গল্পের মধ্যে অন্যতম হচ্ছে ‘বুকিং’। আমরা বিশ্বাস করি, আমাদের এই কাজটি দর্শকরা পছন্দ করবেন।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব