ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন।
বুধবার ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জনান, ‘বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের সুলতানের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর।’
তিনি বলেন, সুলতানের তিন দিনের সফর বিশেষ তাৎপর্য বহন করে।
সফরকালে তিনি অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্রুনাই দারুসসালাম সুলতানের আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়ে দুই পক্ষই কাজ করছে।
—ইউএনবি
আরও পড়ুন
রান্নায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি গোলাম রসুল