January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 22nd, 2023, 7:28 pm

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল করেছে।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। শেখ হাসিনাকেও হত্যার অনেক চেষ্টা হয়েছে। এটি নতুন কিছু নয়, তবে এটি একটি উদ্বেগজনক বিষয়। এবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অশুভ ইচ্ছার কথা ঘোষণা করার সাহস দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীর কিছু হয় কি না তা দেখব না।। আমরা রাজপথে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত।’

—-ইউএনবি