January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 8:12 pm

প্রধানমন্ত্রী হয়ে ঋষি প্রথম ফোন করলেন জেলেনস্কিকে

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক প্রথমে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ফোন করে জানালেন, তার পুরোপুরি সমর্থন রয়েছে ইউক্রেনের ওপর। আশ্বাস দিয়েছেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই থাকবে ব্রিটেন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের প্রধামন্ত্রীর চেয়ারে বসার পর ঋষি সুনাক প্রথম যে বিদেশি নেতার সঙ্গে কথা বলেছেন, তিনি ভলোদিমির জেলেনস্কি। ঋষি সুনাকের একজন মুখপাত্র বলেছেন, জেলেনস্কিকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- ইউক্রেন ও ব্রিটেনের সম্পর্ক বরাবরের মতো ভালো থাকবে। তার আমলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট জেলেনস্কিকে ঋষি সুনাক আশ্বস্ত করেছেন যে, সংহতির ক্ষেত্রে তার সরকারের ওপর ভরসা এবং নির্ভর করতে পারেন জেলেনস্কি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের বিশাল এলাকা তারা মুক্ত করে ফেলেছেন। ইউক্রেন সেনাদের পাল্টা হামলা চালিয়ে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল হারিয়েছে রাশিয়া। এর পর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে মস্কোর। অন্য দিকে, যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে থেকেছে ব্রিটেন। প্রধানমন্ত্রী পদের নিয়োগপত্র হাতে নেওয়ার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আক্রমণ করে কথা বলেছেন সুনাক। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ঋষি অভিযোগ করেছেন, মহামারির পরে বিশ্ব অর্থনীতিকে নতুন করে অস্থির করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সূত্র: এনডিটিভি