অনলাইন ডেস্ক :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘সেই রাতেও ছিল পূর্ণিমা’। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, আরশ খান, অনিক হাসান, অলংকার চৌধুরী, পলক রহমান প্রমুখ।
নাটকের গল্প এমনÑরেশাদ অফিসের কাজে ঢাকার বাইরে যায়। সে একটা গেস্ট হাউসে ওঠে। এক দিন রাত জেগে কাজ করছিল, হঠাৎ সে কান্নার শব্দ শোনে, নূপুরের শব্দ শোনে। গভীর রাতে সিঁদুর পরা এক সনাতন ধর্মাবলম্বী নারী তার মুখোমুখি হয় প্রদীপ হাতে। বউটার নাম কঙ্কাবতী। সে রেশাদকে গান শোনায়। পূর্ণিমার রাতে ছাদে যেতে নিমন্ত্রণ জানায়। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। কঙ্কাবতী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত