January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 19th, 2023, 7:33 pm

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুতে ছোট সুনামি

অনলাইন ডেস্ক :

সুদূর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ভানুয়াতুতে ছোট সুনামি ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, দ্বীপরাষ্ট্রের বন্দর নগরী লেনাকেলের কাছে শূন্য দশমিক ৫ মিটারের (১ দশমিক ৫ ফুট) কম ঢেউ পরিমাপ করা হয়েছে। ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া থেকে অন্য কোথাও ছোট তরঙ্গ পরিমাপ করা হয়েছে।

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা এখনও সুনামির সম্ভাব্যতা মূল্যায়ন করছে।

পিটিডব্লিউসি আরও জানিয়েছে, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, গুয়াম এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ছোট ছোট ঢেউয়ের সম্ভাবনা ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ফিজির দক্ষিণ-পশ্চিমে লয়্যালটি দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ডের উত্তরে এবং অস্ট্রেলিয়ার পূর্বে যেখানে কোরাল সাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। যা ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীর ছিল।

এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের চারপাশে ভূমিকম্পের ত্রুটিগুলোর একটি আর্ক ‘রিং অব ফায়ার’ এর অংশ, যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে।