অনলাইন ডেস্ক :
ইউক্রেনের মারিউপল শহরে প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বুধবার এপি সাংবাদিকদের তোলা ভিডিও ও ছবিতে হাসপাতালে হামলার পর ওই নারীর রক্তাক্ত তলপেটের আঘাত দেখা গেছে। উদ্ধারকারীরা তাকে মারিউপোলের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১৯তম দিনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
চিকিৎসকরা মা ও সন্তান দুজনকে সুস্থ রাখার চেষ্টা করলেও শিশুর মৃত্যু হয়। সংবাদটি শোনার পর সন্তান হারানো মা চিৎকার করে বলছিলেন ‘এখন আমাকে মেরে ফেল।’
সার্জন তৈমুর মারিন জানান, পেলভিস ক্ষতিগ্রস্ত ও নিতম্ব বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিলে। চিকিৎসকরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার ডেলিভারি করেছিলেন। তবে তখন শিশুটির বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।
মারিন জানান, জ্ঞান ফেরার ৩০ মিনিটের মধ্যে ওই নারীরও মৃত্যু হয়।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও